প্রিন্ট এর তারিখঃ Dec 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
ভালুকায় স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ভালুকা হেল্পলাইনের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইমন তালুকদার সাগরের সভাপতিত্বে ও ভালুকা হেল্পলাইনের প্রতিষ্টাতা পরিচালক ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এতে
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু। স্বেচ্ছাসেবী মিলনমেলা উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান মামুন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তাজমুল হক মন্ডল ও মতিউর রহমান মিল্টন, শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রিয়াদ পাঠান, তাঁতীদল নেতা খোরশেদ আলম ইমন প্রমুখ।
মিলনমেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। এর মধ্যে ছিলেন ব্লাড ডোনার সোসাইটি ভালুকার সভাপতি এস এম ফিরোজ আহমেদ, হবিরবাড়ি হেল্পলাইনের সভাপতি রোমান আহমেদ নকিব, হিলফুল ফুজুল যুব সংগঠনের নয়ন আহমেদ, রক্ত কণা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মো. ইব্রাহিম খলিল উল্লাহ এবং সততা ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিএম ফয়সাল আহমেদ প্রমুখ।
মিলনমেলায় স্বেচ্ছাসেবী কার্যক্রমের বিস্তার, সামাজিক সহযোগিতা এবং মানবিক উদ্যোগ আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা ভবিষ্যতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। # ফজলে হাসান, ভালুকা থেকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com